বাজার থেকে আমরা অনেকেই গোলাপ জল কিনে ব্যাবহার করি কিন্তু সেগুলায় কি আসোলেই গোলাপের কিছু আছে??
যাই হোক। সম্পূর্ণ ঘরে বানানো গোলাপের পাপড়ি দিয়ে গোলাপ জল ✌✌
গোলাপ জল স্কিনের জন্য খুবই উপকারি, স্কিন সফট করে, স্পট দূর করতে সাহায্য করে, স্কিন টানটান করে, গোলাপি ফরসা করতে সাহায্য করে, গ্লোইং করে, স্কিন টোন বাড়ায় ইত্যাদি।
ব্যাবহার এর নিয়ম-
অনেক ভাবেই গোলাপ জল ব্যাবহার করা যায়। অনেকেই ফেস প্যাক ব্যাবহার করেন কিন্তু কি দিয়ে গুলাবেন প্যাক সেটা নিয়ে চিন্তায় থাকেন। গোলাপ জল দিতে প্যাক মিশিয়ে ব্যবহার করতে পারবেন, নাইট অথবা ডে ক্রিম মুখে লাগানোর আগে তুলা দিয়ে গোলাপ জল মুখে লাগিয়ে নিবেন তারপর ক্রিম লাগাবেন, টোনার এর মত ব্যাবহার করতে পারবেন, ম্যাকাপ করার আগে ফেসে লাগিয়ে নিতে পারবেন ইত্যাদি আরো অনেক ভাবে গোলাপ জল ব্যাবহার করা যায়।
Sinthiya Akter –
Rose Water
অথেনটিক হোম মেড গোলাপ জল যদি কেও দিতে পারে সেটা #BS ই একমাত্র পারে । গোলাপ জল টা এতো ভালো বলে বোঝানো যাবে না যদি ব্যাবহার না করেন। আমি দোকান থেকে কেনা গোলাপ জল ইউজ করেছি কিন্তু ভালো বেনিফিট পাইনি #BS এর গোলাপজল এর টা পুরাই আলাদা মাশা আল্লাহ ❤️
সম্পূর্ন গোলাপ এর পাপরি থেকে বানানো গোলাপ জল কেবল #BS ই দিতে পারে আমাদের স্কিন এর জন্য গোলাপ জল খুব উপকারি যদি সেটা অথেনটিক হয় এটা ফেস এর অনেক উপকার করে সফট হয় পিংকিস হয় ফেস টানটান হয় যা আমাদের একটা হেলদি স্কিন দেয় আমি #BS এর গোলাপজল নিয়ে আলহামদুলিল্লাহ সেটিসফাইড ❤️ এটি প্যাক এর সাথে মিশিয়ে ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার টোনার হিসেবে ও ব্যাবহার করা যায় সব মিলিয়ে আমি খুবই হ্যাপি এতো ভালো অথেনটিক প্রোডাক্ট পেয়ে ❤️❤️Thank you #BeautySolution